নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : গুজরাটে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের জন্য সব দলই পূর্ণ শক্তি দিয়ে ভোট ময়দানে নেমেছে। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ সব দলের নেতারা নির্বাচনী প্রচার জোরদার করছে। আজ শুক্রবার চারটি স্থানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আজ কাঙ্করেজ, পাটন, সোজিত্রা এবং আহমেদাবাদে জনসভা করবেন। দুপুর ১২টা থেকে শুরু হবে তার জনসভা।
এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জনসভা ও রোড শো করবেন। সকাল ১০.৩০ টায় মেহসানার বেচারজিতে একটি জনসভা করবেন শাহ। এরপর তিনি ভিজাপুরে জনসভা করবেন। বিকেল ৫টায় ভদোদরার অপ্সরা সিনেমা থেকে জুবিলিবাগ পর্যন্ত রোড শো হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় গান্ধীনগর দক্ষিণে জনসভা করবেন অমিত শাহ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজ্যের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার ৮৯টি আসনে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শেষ হয়েছে।