BRAKING NEWS

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া এ নিষেধাজ্ঞা জারি করেছে। একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরীক্ষা চালানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হল। শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও টাইম।

কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংযোগ থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির তিন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আর জাপান তিনটি গোষ্ঠী ও একজন ব্যক্তির নামে জারি করেছে এ নিষেধাজ্ঞা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত আট ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।

গণমাধ্যমের সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনওভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এ নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া ও তার দুই মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *