নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,২ নভেম্বর৷৷ আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কে তিনটি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষে দুর্ঘটনায় আহত চারজন৷ ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় শুক্রবার৷
জানা গেছে, আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে টিআর-০৫-বি-০২৮৭ নম্বরে অল্টো গাড়ি আগরতলার দিকে আসার পথে অপর দিক থেকে দ্রুত গতিতে টিআর-০৬-বি-১৫৯৬ নম্বরের বোলোরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মুঙ্গিয়াকামি থানাধীন ৪১ মাইল এলাকায় টিআর-০৫-বি-০২৮৭ নম্বরের অল্টো গাড়ি গাড়িটির পেছনে দ্রুত গতিতে আসছি টিআর-০৬-০৬৫৩ নম্বরের অল্টো গাড়ি৷অল্টো এবং বোলোরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর-০৬-০৬৫৩নম্বরের অল্টো গাড়িটি টিআর-০৫-বি-০২৮৭ গাড়িকে পেছনে ধাক্কা দেয়৷এই ত্রিমুখী যান সংঘর্ষে গুরুতর আহত হয় দুই গাড়িতে থাকা চারজন৷ এলাকাবাসীরা দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷ তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি করে ৪১ মাইল এলাকায় স্থিত দুর্ঘটনা স্থলে পৌঁছায়৷ সেখান থেকে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় চারজনকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে আহতরা হল প্রমোদ সূত্রধর, প্রদীপ সূত্রধর দুজনের চৈল্যাংটা এলাকায় এবং সুভাষ দেবনাথ বাড়ি অমরপুর এবং জন্টু পাল বাড়ি কুমারঘাট৷ এদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্ব হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়৷বাকি দুজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মকুমার হাসপাতালে৷ এদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ তিনটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷