আগরতলা, ২ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় কর্মসংস্থানের প্রশ্নে আবারও বড় ঘোষণা দিল সরকার। ২০০ ইঞ্জিনিয়ারের পদ পূরণে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, পূর্ত দপ্তরের অধীনে ১০০ জন গ্রুপ-এ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ১০০ জন গ্রুপ-বি জুনিয়র ইঞ্জিনিয়ারের পদ পূরণ করা হবে। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগের জন্য এই পদ পূরণ করা হবে। তিনি জানান, কিছুদিন পূর্বেও মন্ত্রিসভার বৈঠকে ১০০ জন গ্রুপ-এ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ১০০ জন গ্রুপ-বি জুনিয়র ইঞ্জিনিয়ারের পদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে পদগুলির সঙ্গেই নতুন এই ২০০ জন জুনিয়র ইঞ্জিনিয়ারের পদ সংযোজন করে টিপিএসসি’র মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সাথে তিনি যোগ করেন, অগ্নি নির্বাপক দপ্তরের অধীনে কিছুদিন পূর্বে ফায়ারম্যান এবং ড্রাইভার পদের জন্য শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়ার জন্য জেআরবিটি’র মতো ৪ সদস্যের একটি বোর্ড গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
তথ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ছেলেমেয়েরা বিজ্ঞান, প্রযুক্তি, নার্সিং, সাংবাদিকতা, কৃষি, আয়ুষ, যোগা, বৃত্তিমূলক শিক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবে। টেকনো ইন্ডিয়া গ্রুপের সাথে এ বিষয়ে শীঘ্রই রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে, মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের গ্রুপ-এ এবং গ্রুপ-বি কর্মচারিদের বহিরাজ্যে চিকিৎসার ক্ষেত্রে রেফারের বাধ্যবাধকতা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে গ্রুপ-এ এবং গ্রুপ-বি কর্মচারিরা রেফার ছাড়াই বহির্রাজ্যে গিয়ে রাজ্য সরকারের অনুমোদিত হাসপাতালে চিকিৎসা করে সঠিক বিল জমা দিলে মেডিক্যাল রিএমবার্সমেন্ট পাওয়ার সুযোগ পাবেন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।এছাড়াও সরকারি কাজে গিয়ে কোন গ্রুপ-এ এবং গ্রুপ-বি কর্মচারি অসুস্থতা বোধ করলে রাজ্য সরকারের অনুমোদিত হাসপাতালে চিকিৎসা করলে তার ক্ষেত্রেও একই সুযোগ থাকবে, বলেন তিনি। তাঁর কথায়, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মচারিদের জন্য শুধুমাত্র ক্যান্সার এবং হৃদরোগ সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে অবসরপ্রাপ্ত কর্মচারিদের ৫ বছরে মেডিক্যাল রিএমবার্সমেন্ট ১৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

