চু‌রিকৃত একাধিক মোটর বাইক পাচারে জ‌ড়িত থাকার অভি‌যো‌গে কটাম‌ণি থে‌কে দুই যুবক‌কে আটক ত্রিপুরা পু‌লিশের

পাথারকান্দি (অসম), ১ ডিসেম্বর (হি.স.) : চু‌রিকৃত একাধিক মোটর বাইক পাচা‌রে জ‌ড়িত থাকার অভিযো‌গে আজ বৃহস্পতিবার সকা‌লে করিমগঞ্জ জেলা (অসম)-র অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন কটাম‌ণি এলাকা থে‌কে স্থানীয় পু‌লি‌শের সহ‌যো‌গিতায় দুই যুবক‌কে আটক ক‌রে নি‌য়ে গেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর সদর পু‌লিশ। ধৃত‌দের স্থানীয় বাসিন্দা অটোচালক রত্নাকান্ত পাল এবং করিমগঞ্জের মোটর মেকানিক আব্দুল জামাল বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, কটাম‌ণি‌তে মোটর মেকানিক আব্দুল জামালের ভাড়ায় নেওয়া এক‌টি গ্যান‌রেজ র‌য়ে‌ছে। বর্তমা‌নে তা‌দের‌কে ধর্মনগর থানায় আট‌কে রে‌খে জিঙ্গাসাবাদ কর‌ছে ত্রিপুরা পু‌লিশ।

এদিকে ধর্মনগর পু‌লিশের এক‌টি সূত্র জানিয়েযে, দীর্ঘদিন ধ‌রে বৃহত্তর ধর্মনগর এবং সংলগ্ন এলাকা থে‌কে বেশ ক‌য়েকটি মোটর সাই‌কেল চু‌রি হয়েছে। বিভিন্ন মামলার ভিত্তিতে তদ‌ন্তে নে‌মে দু‌দিন আগে ধর্মনগর এলাকা থে‌কে দুই চোর‌কে পাকড়াও ক‌রে জেরা করা হ‌লে তারা বেশ‌কিছু গোপন তথ্য‌ ফাঁস ক‌রে। ত্রিপুরার চো‌রেরা জানায় তা‌দের চু‌রিকৃত ১২‌টি মোটর সাইকেচল কম দা‌মে ক্রয় ক‌রে‌ছে কটাম‌ণির গ্যা ‌রেজ মা‌লিক এবং পাল পদবীর এক যুবক‌। ওই বয়ানের ওপর ভি‌ত্তি করে কটাম‌ণি থে‌কে দুজন‌কে আটক করা হয়।