নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ বিশ্ব এইডস দিবস উপলক্ষে বুধবার আই জি এম চৌমুহনী স্থিত ত্রিপুরা স্টেট এইডস কন্েন্টাল সোসাইটির সম্মুখে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়৷ বিশ্ব এইডস দিবস উপলক্ষে বুধবার আই জি এম চৌমুহনী স্থিত ত্রিপুরা স্টেট এইডস কন্েন্টাল সোসাইটির সম্মুখে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়৷ পৃথিবীময় সমস্ত এইচআইভি আক্রান্ত মানুষদের প্রতি ভালবাসা ছড়িয়ে আগামী দিনে এইচআইভি সংক্রমণকে শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞায় এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়৷ ত্রিপুরা ষ্টেট এইডস কনট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু , পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, ত্রিপুরা ষ্টেট এইডস কনট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ শঙ্কর দাস সহ অন্যান্যরা৷ এখনো মানুষের মধ্যে এইচ আই ভি নিয়ে ভ্রান্ত ধারনা রয়ে গেছে৷ এটা মোটেই বাঞ্ছনীয় নয় বলে জানান স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু৷ তাদের অনুপ্রানীত করার আহ্বান জানান তিনি৷ এখনো পর্যন্ত ২ কোটি ৮০ লক্ষ রোগী এইডসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন৷ চার কোটি মানুষ এই রোগে আক্রান্ত৷ রাজ্যে এইচ আই ভি রোগীর সংখ্যা ৩৫০০ জন৷ তাদের সরকারী ভাবে ভাতা ও পরিষেবা প্রদান করা হচ্ছে৷
2022-11-30

