সাত দফা দাবীতে মোহনপুরে এসডিএম অফিসে ডেপুটেশন দিল এসএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট ৭ দফা দাবির ভিত্তিতে মোহনপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে এস এফ আই৷ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট দাবিতে মোহনপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল বাম ছাত্র সংগঠন এসএফআই৷ এ দিল আশিক ভাইয়ের এক প্রতিনিধি দল মোহনপুর মহকুমা শাসকের কাছে ডেভিটেশন প্রধানকালে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷প্রত্যেকটি সুকল কলেজে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ, শিশু ও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, যোগ্যতা অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা  স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রী ও জনগনের  যাতায়াতের সময় ও খরচ কমাতে নরসিংগড়-গান্ধীগ্রাম- কালীবাজার – ছেছুরিয়া মোহনপুর রুটে স্পেশাল বাস সার্ভিস চালু করতে হবে ,সহ ৭ দফা দাবীতে বুধবার মোহনপুর মহকুমা শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে এস এফ আই মোহনপুর বিভাগীয় কমিটি৷  ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক শিব শংকর সাহা সহ অন্যান্যরা৷ ছাত্র  প্রতিনিধি দলের দলের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি গুলি ও উন্নতিবিলম্বে পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *