নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ছাত্রছাত্রীদের শুধুমাত্র পড়াশুনা করলেই হবে না৷ পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন কো-কারিকুলাম কর্মকাণ্ডেও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে হবে৷ তাতে শরীরও মন দুটিরই সঠিক বিকাশ ঘটবে এবং জীবনে সফল হওয়ার পথ সুুগম হবে৷ তাই সরকার রাজ্যে গুণগত শিক্ষার সম্পসারণে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ আজ বিলোনীয়ার বড়পাথারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল পাকা ভবনের দ্বারোদঘাটন করে ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ সভায় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রশের উত্তরে বিদ্যাজ্যোতি সুকলের বিভিন্ন দিক তুলে ধরেন, বিদ্যাজ্যোতি সুকলের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন৷ তিনি বলেন, বিদ্যাজ্যোতি সুকল চালু হওয়ার ফলে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরাও জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে পারবে৷ বড়পাথারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ১০ লক্ষ টাকা৷
বড়পাথারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ত্রিতল ভবনের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজনগর ব্লকের উত্তর রাঙামুড়াস্থিত আজগর রহমানপুর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনেরও উদ্বোধন করেন৷ এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৩ লক্ষ ৪২ হাজার টাকা৷ তাছাড়া মুখ্যমন্ত্রী আজ ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ ৩০ শয্যাবিশিষ্ট দ্বিতল জনজাতি ছাত্রাবাসেরও উদ্বোধন করেছেন৷ এই জনজাতি ছাত্রাবাসটি নির্মাণে ব্যয় হয়েছে মোট ২ কোটি ১৮ লক্ষ ৪৪ হাজার ৭৪৪ টাকা৷ এরপর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ঋষ্যমুখ ব্লক সংলগ অমৃত সরোবরের উদ্বোধন করেন৷ ১.৭৬ একর এই সরোবরের জল ধারণ ক্ষমতা ১৯ হাজার কিউবিক মিটার৷ উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী সরোবরের তীরে নিম গাছের চারা রোপণ করেন এবং উজ্জয়িনা সিএলএফের হাতে সরোবরের লিজের কাগজ তুলে দেন৷ অমৃত সরোবরটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লক্ষ টাকা৷
অনুষ্ঠানগুলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, জেলাশাসক ও সমাহর্তা সাজ বাহিদ এ, পুলিশ সুুপার অজিত প্রতাপ সিং, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ, সমাজসেবী রণজিৎ সরকার, জেলা শিক্ষা আধিকারিক সুুবীর মজমদার প্রমুখ৷
2022-11-30