তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের শিক্ষা ভবন ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ একাধিক দাবির ভিত্তিতে তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷ তাদের অভিযোগ সিবিএসসি বোর্ড এবং ত্রিপুরা বোর্ড জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখবার জন্য চাপিয়ে  দিয়েছে৷ তারই প্রতিবাদে বুধবার তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন আন্দোলনে সরব হয়েছে৷ দীর্ঘক্ষণ চলে ওই আন্দোলন৷ পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
ককবরক ভাষাকে রোমান হরফে চালু করার দাবি সহ একাধিক দাবির ভিত্তিতে শিক্ষাদপ্তরে ডেপুটেশন প্রদান করে৷ মিছিলে ছিলেন আইপিএফটি বিধায়ক মেবার কুমার জামাতিয়া এদিন বিস্তারিত বিষয়ে সংগঠনের নেতা জানিয়েছেন, সিবিএসসি বোড এবং ত্রিপুরা বোড জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখবার জন্য ছাত্রদের উপর  চাপিয়ে দিয়েছে৷যেটা রাজ্যের  ছাত্র ছাত্রীরা  কোনোভাবেই মানতে চাইছে না৷ তারই প্রতিবাদে সারা রাজ্যব্যাপী গত ২৮ নভেম্বর তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন পক্ষ আন্দোলন সংগঠিত করেছিল৷ওইদিন প্রত্যেক জেলায়  প্রশাসনিক আধিকারিকের নিকট ডেপুটেশনে প্রদান করা হয়েছিল৷ একই ভাবে বুধবার একাধিক দাবির ভিত্তিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ সিবিএসসি বোর্ড এবং ত্রিপুরা বোর্ড জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখবার জন্য চাপিয়ে দেওয়ার নীতি প্রতাহারের দাবি জানান৷তারা সাথে আরও দাবি জানিয়েছেন এডিসি এলাকায় প্রতিটি মহকুমারে একটি করে কলেজ স্থাপন করা হোক৷ ছাত্র সংসদের বিভিন্ন রাজনৈতিক দল এসটিদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে চলছে৷তাই ছাত্র সংসদের ৫৫ শতাংশ এসটিদের সুরক্ষার জন্য কাউসন্সিলে স্থান সংরক্ষণ করার জন্য দাবি জানিয়েছেন৷ অতিসত্বর তাদের দাবি পূরন করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন৷