গ্রেটার তিপ্রাল্যান্ডকে সমর্থন করায় মানিক সরকারের কুশপুতুল দাহ করল আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  গত ২৮ নভেম্বর সিপিআইএম দলের একটি অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার রাজনৈতিক তথা ভোটের স্বার্থে বাঙ্গালীদের সর্বনাশা তিপ্রা মথার গ্রেটার তিপরাল্যান্ডের দাবি সমর্থন করে বক্তব্য রেখেছেন৷ এর তীব্র বিরোধিতা করে মঙ্গলবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধী দলনেতা কুশপতুল পোড়ানো হয়৷ তারা দাবি করেন, গ্রেটার তিপরাল্যান্ডের দাবি অযৌক্তিক৷ তাই এই দাবি সমর্থন করে না আমরা বাঙালি দল৷ কারণ এ দাবি রাজ্যের জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *