ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। প্রস্তুত ত্রিপুরা দল। পাশাপাশি প্রস্তুত প্রতিপক্ষ মহারাষ্ট্রও। খেলা বিজয় মার্চেন্ট ট্রফির তিন দিবসীয় ম্যাচ। গুজরাটের সুরাটে ৬ দলীয় গ্রুপের খেলা। ত্রিপুরার প্রথম ম্যাচ মহারাষ্ট্রের বিরুদ্ধে। বেশ ক’দিন আগে ত্রিপুরার খেলোয়াড়রা সেখানে পৌঁছে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের এডাপ্ট করে নেওয়ার চেষ্টা হয়েছে। এক দিবসীয় ম্যাচের পাশাপাশি তিন অথবা চার দিবসীয় ম্যাচে খেলার পার্থক্যটুকু উপলব্ধি করা জরুরি প্রয়োজন। কম বয়স থেকে এ ধরনের ৩-৪ দিবসীয় ম্যাচে দিনভর উইকেট আকড়ে টিকে থাকার খেলায় সাবলীল হতে পারলেই ম্যাচে সাফল্য আসবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৬ থেকে ৮ ডিসেম্বর আসামের বিরুদ্ধে এবং ১১ থেকে ১৩ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে। প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্য দল হলো :দীপঙ্কর ভাটনাগর (অধিনায়ক), দেবাংশু দত্ত (সহ অধিনায়ক), জয়জিৎ সাহা, বিশাল শীল, আয়ুষ অনিল দেবনাথ, সৌরদ্বীপ দেববর্মা, শুভজিৎ দাস, সোমরাজ দে, সঞ্জয় নম:, দ্বীপ দেব, রাকেশ রুদ্র পাল, সৌরভ সরকার, রিয়াদ হুসেন, শারিফ উদ্দিন, রুদ্র সেনগুপ্ত, পিনাক দেব, অভিক পাল, আকাশ নাথ, সাগর সূত্রধর এবং আকাশ রায়। কোচ: সুজিত রায়, রাশুদেব দত্ত, ম্যানেজার জয়দেব সাহা, ফিজিও সোহাগ চন্দ্র সাহা এবং ট্রেণার: অজিতাভ নাথ।
2022-11-29