নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ ত্রিপুরাসুুন্দরী মন্দির পরিদর্শনে এসে পূজা দেন৷ ত্রিপুরাসুুন্দরী মন্দিরে এদিন তাঁকে শুভেচ্ছা স্মারক দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ উপরাষ্ট্রপতি মন্দির পরিদর্শনে এসে প্রসাদ প্রকল্পে নির্মিত মন্দিরের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবরও নেন৷
ত্রিপুরাসুুন্দরী মন্দিরে পূজা দেওয়ার সময় উপরাষ্ট্রপতির সঙ্গে ছিলেন পত্নী ড. সুুদেশ ধনখড়, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক গভেকর ময়ূর রতিলাল সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ৷ ত্রিপুরাসুুন্দরী মন্দিরে উপরাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, আজ মাতা ত্রিপুরাসুুন্দরী মন্দির দর্শন করেছি, তা আমি কখনও ভুলবো না৷ মায়ের মন্দির দর্শন করে আমি মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি৷
উপরাষ্ট্রপতি আরও বলেন, মায়ের মন্দিরের সৌন্দর্যায়ণ ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ দেখে আমি খুশি ও আনন্দিত৷ এই কাজটি সম্পন্ন হলে মাতা ত্রিপুরাসুুন্দরী মন্দির দেশের ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম আকর্ষনীয় ধর্মীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মিশন মুডে ত্রিপুরাসুুন্দরী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করছেন৷ আগামী বছর দীপাবলির মধ্যেই মন্দিরের কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তিনি মন্দিরে পূজা দিয়ে দেশের মঙ্গল কামনায় মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন৷ আজ সকালে উপরাষ্ট্রপতি আগরতলা থেকে হেলিকপ্ঢারে উদয়পুর আসেন৷
2022-11-29