কুরুক্ষেত্র, ২৯ নভেম্বর (হি.স.) : হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসবের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবরে আন্তর্জাতিক গীতা মহোৎসবের সূচনা করার পাশাপাশি গীতা পুজো ও গীতা যজ্ঞও করেছেন রাষ্ট্রপতি। এই সময় উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় ও মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
মঙ্গলবার হরিয়ানায় পৌঁছনোর পর রাষ্ট্রপতিকে উষ্ণ অভিবাদন জানান হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় ও মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। সেখান থেকে রাষ্ট্রপতি চলে যান ব্রহ্ম সরোবরে। সেখানেই তিনি আন্তর্জাতিক গীতা মহোৎসবের সূচনা করেছেন। দু”দিনের সফরে এখন হরিয়ানায় রয়েছেন রাষ্ট্রপতি।