নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ সিপিআইএম দক্ষিণ অঞ্চল কমিটির সদস্য বিনয় ভূষণ নাথের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায়৷ এর বিরুদ্ধে মঙ্গলবার বিশালগড় বাজারে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বিশালগড় মহকুমার সিপিআইএম দক্ষিণ অঞ্চল কমিটির অফিস দীর্ঘ সাড়ে চার বছর পর পুনরায় খোলা হয় সোমবার৷ দুর্বত্তরা রাতের অন্ধকারে সিপিআইএম দক্ষিণ অঞ্চল কমিটির সদস্য বিনয় ভূষণ নাথের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় এবং বিনয় ভূষণ নাথকে মারধর করে বলে অভিযোগ৷ তার প্রতিবাদ জানিয়ে বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে অফিস টিলা থেকে সিপিএম কর্মীদেরকে নিয়ে বিশালগড় বাজারে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রীতম মজুমদার, গোপাল দেব, পোলস্ত চক্রবর্তী সহ অন্যান্য কর্মী সমর্থকরা৷ এদিন মিছিলটি বিশালগড় বাজার পরিক্রমা করে দলের নেতা পার্থ প্রতীম মজুমদার বলেন বিশালগড় সহ সারা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সমস্ত অংশের জনগণ এগিয়ে আসতে হবে৷ আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বলেন রাজ্যে সুশাসন চলছে, আর এটাই সুশাসনের নমুনা বলে কটাক্ষ করেন৷
2022-11-29