বিদ্বেষমূলক বক্তব্যের জন্য সঞ্জয় রাউতকে তলব বেলাগাভি আদালতের

বেলাগাভি (কর্নাটক), ২৯ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্র-কর্নাটক সীমান্তের বিতর্কের মধ্যে এবার বেলগাভি আদালত শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় তলব করল। আগামী ১ ডিসেম্বর তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৩০ মার্চ বিতর্কিত বক্তৃতায় বলেন, কর্ণাটকের লোকেরা একটি বাসকে ক্ষতিগ্রস্থ করলে শিবসেনার ১০০টি কর্ণাটক বাসের ক্ষতি করার সাহস আছে। তিনি বলেছিলেন, তাঁর দল সীমান্ত ইস্যুতে মহারাষ্ট্র একীকরণ সমিতির (এমইএস) সঙ্গে দাঁড়াবে। “এই দেশে কাশ্মীর, কাবেরী এবং বেলগাঁও সীমান্ত সমস্যাগুলি অমীমাংসিত রয়ে গেছে।” কর্ণাটকে, শিবসেনা বিধানসভা নির্বাচনে লড়বে, কিন্তু সীমান্ত এলাকায়, আমরা পাশে দাঁড়াব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *