বড়দোয়ালীতে চারদিন ব্যাপী শিশুমেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ বড়দোয়ালী মধ্যপাড়া স্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে ২০২৩ সালের জানুয়ারীর প্রথম দিন থেকে ১৪তম শিশুমেলার আয়োজন করা হচ্ছে৷ চার দিন ব্যাপী চলবে এই শিশু মেলা৷ সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান সংস্থার  সম্পাদক দেবদাস বক্সী৷ ছিলেন শিশু মেলার চেয়ারম্যান নারায়ন মিত্র,  কনভেনার তারক চন্দ্র বিশ্বাস৷ প্রতিভাবান শিশুদের তুলে আনার প্রচেষ্টায় এই শিশুমেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি৷ প্রবাহমান সময়ে ছাত্র ছাত্রীরা মোবাইল সহ বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে৷  সেদিকে নজর রেখে তাদের প্রতিভা যাতে হারিয়ে না যায় সেদিকে নজর দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷