কলকাতা,২৮ নভেম্বর (হি . স.): রাজ্য বনাম কেন্দ্র তরজা তুঙ্গে । এরই মাঝে রাজ্য সরকারকে একহাত বিজেপি নেতা সুকান্ত মজুমদারের । সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ”ভাইপোকে বাঁচিয়ে দেবেন” মন্তব্য সুকান্ত মজুমদারের ।
‘পঞ্চায়েত ভোটে তৃণমূলই জিতবে’, পার্থ চট্টোপাধ্য়ায়ের দাবি নিয়ে ইতিমধ্যেই পারদ চড়ল রাজনৈতিক মহলে। আলিপুর আদালতে নিয়ে আসার সময় এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সুকান্ত মজুমদার বলেন, দিদি তো ওনাকে বাঁচাবেন না। কারণ দিদি ভেবেছিলেন, পার্থকে বলি দিয়ে, ভাইপোকে বাঁচিয়ে দেবেন। বলি তো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে ! ওনার ভরসা রাখার ইচ্ছে হয়েছে, ভরসা রাখুন, কোনও অসুবিধা নেই। বাঁচাবে কিনা দেখুন !
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার আরও বলেন,”এরকম যত নিয়োগ রয়েছে, কোটাতে ঢোকা, এবং আদৌ এই কোটা বৈধ কিনা, সে বিষয়েও তদন্ত হওয়া উচিত । ১ লক্ষ ২১ হাজার র্যাঙ্ক করে কে আরজি করে ভর্তি হতে পারে ? আমরা আরটিআই করেছি, সেখানে আরজি কর কর্তৃপক্ষ স্পষ্ট জানাচ্ছে, শান্তনু সেনের মেয়ে সুবর্ণ বনিক সমাজ কোটাতে ভর্তি হয়েছেন । একজন সাংসদ মাসে ১ লক্ষ টাকা করে বেতন পান । মিথ্যা তথ্য, তাঁর মেয়ে বলছে ৩ লক্ষ, তিনি বলছেন ৭ লক্ষ । কেউই সত্যি কথা বলছেন না ” ।

