রাকেশনগরের মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী সমারোহে যোগ দিলেন অসমের শিক্ষা মন্ত্রী ডঃ রনোজ পেগু

বদরপুর (অসম), ২৮ নভেম্বর (হি.স.) : সোমবার বদরপুরের রাকেশনগরের মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী সমারোহে যোগ দিলেন অসমের শিক্ষা মন্ত্রী ডঃ রনোজ পেগু । দীর্ঘ পথ পাড়ি দিয়ে পঞ্চাশ বছরে পাঁ দিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি । গৌরবময় মূহুর্ত স্মরণীয় করে রাখতে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

সোমবার সকাল আটটায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। তারপর বিভিন্ন ভাষা গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিরাট শোভাযাত্রা বের করা হয়।

বিকেলে চারটায় সুবর্ণ জয়ন্তী সমারোহে অংশ নেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ডঃ রনোজ পেগু, করিমগঞ্জের সংসদ কৃপানাথ মালাহ, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য। বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে প্রথমে নৃপেন্দ্র দাসের অর্থ ব্যয়ে নির্মিত স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তি উন্মোচন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ডঃ রনোজ পেগু। তারপর শিক্ষা মন্ত্রী সহ বিশিষ্ট অথিতীদের ডঃ কামদেব দাস স্মৃতি মঞ্চে উত্তরীয়, শীতলপাটি সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মান জানান আয়োজকরা। মঞ্চে প্রথমে স্বাগতিক বক্তব্য রাখেন বিশ্বরূপ ভট্টাচার্য।

শিক্ষা মন্ত্রী ডঃ রনোজ পেগু নিজের বক্তব্যে বলেন বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে। আর সরকারের এই প্রচেষ্টা সফল করতে হলে সমাজের মানুষকে উন্নতমানের শিক্ষা ব্যবস্থার জন্য সচেতন হতে হবে। যাতে সরকারের নিযুক্ত কোন শিক্ষা কর্মী শিক্ষা দানে কোন অবহেলা না করেন। বদরপুর থেকে ভাঙ্গা-ভৈরবনগর পূর্ত সড়ক দিয়ে রাকেশনগর আসার পথে বিবি রোডের বর্তমান করুন অবস্থার কথা তুলে ধরে তিনি জানান সড়ক পথ বেহাল হলেও এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। এদিন সন্ধ্যায় আয়োজকবৃন্দ বিদ্যালয়ের প্রক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষয়ীত্রীদের সম্মাননা প্রদান করেন। তারপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিনের গোটা অনুষ্ঠান পরিচালনা করেন হরিপদ দাস, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, সঞ্জিত দাস, বিজয় দাস, সুব্রত দাস, সুদীপ কুমার পাল প্রমুখ।