প্রধানমন্ত্রীকে ই-মেইলে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক

লখনউ (উত্তরপ্রদেশ), ২৭ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার রাতে আমন সাক্সেনা নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস। এই ঘটনায় গুজরাটের এক তরুণী ও এক যুবকের নামও সামনে এসেছে। গুজরাট এটিএসও তাদের খুঁজছে। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর আমনকে সঙ্গে নিয়ে যায় গুজরাট এটিএস।

বাদাঁউ পুলিশ জানিয়েছে, গুজরাটের এটিএস ইন্সপেক্টর ভিএন বাঘেলা দল স্থানীয় পুলিশের সহায়তায় আদর্শ নগর থেকে গ্রেফতার করা হয় আমান সাক্সেনাকে। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর দফতরের আইডিতে ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়া হয়েছিল।

স্থানীয় পুলিশ বলছে, আমান সাক্সেনা কিছুদিন আগে বেরেলির রাজর্ষি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন, কিন্তু তা অসম্পূর্ণ। কী উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।