নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে এনসিসির উদ্যোগে রবিবার ভগৎ সিং যুব আবাসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রবিবার ভগৎ সিং যুব আবাসে এনসিসি ১৩ নম্বর ত্রিপুরা ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে এনসিসি স্বেচ্ছাসেবকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রক্তদান শিবিরের প্রাসঙ্গিক কথা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এনসিসির কর্মকর্তারা বলেন আমাদের রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট রয়েছে৷ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রক্ত একটি অন্যতম উপাদান৷ রক্তের অভাবে অনেক সময় চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়৷ এক ফোটা রক্তের মূল্য অপরিসীম৷ রক্তের অভাবে যাতে রাজ্যে চিকিৎসা পরিষেবা কোনভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এনসিসির উদ্যোগে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন৷ আগামী দিনেও এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উদ্যোক্তারা৷
2022-11-27

