মিজোরাম: ৭৬/১০ (২৬.১ ওভার)
ত্রিপুরা: ৭৮/১ (৭ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। প্রত্যাশিত জয় ত্রিপুরার। হারালো মিজোরামকে, নয় উইকেট এর ব্যবধানে। তবে ইচ্ছে যেমন ছিল, সুপ্ত একটা বাসনাও ছিল, পুরো দশ উইকেটে জয় ছিনিয়ে বোনাস পয়েন্ট সহ ৭ পয়েন্ট অর্জন করা। কার্যত সেটা হলো না ওপেনার ব্যাটসম্যান অর্কপ্রভ সিনহার উইকেটটা হারাতে হয়েছে বলে। অনূর্ধ্ব ২৫ জাতীয় স্টেট এ ট্রফি ক্রিকেটে ত্রিপুরা আজ, রবিবার নয় উইকেটে মিজোরামকে পরাজিত করেছে। প্রথম দুটি ম্যাচে পরাজয়ের পর তৃতীয় ম্যাচে পাঞ্জাবকে হারানোর মধ্য দিয়ে ত্রিপুরার মনোবল বৃদ্ধি পেয়েছিল। আজ, রবিবার মিজোরাম জয়ের পর আরও দুটো ম্যাচ রয়েছে ২৯ নভেম্বর অন্ধ্র এবং ১ ডিসেম্বর চন্ডিগড়ের বিরুদ্ধে। জয়ের ধারা অব্যাহত রেখে ত্রিপুরা দল চাইছে নিজেদের অবস্থান কিছুটা উঁচুতে তুলতে। ত্রিবান্দ্রম-এর স্পোর্টস হাব -এ আজ ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দলের অধিনায়ক শ্রীদাম পাল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলেও মিজোরাম ব্যাটিং ব্যর্থতার শিকার হয়। বিক্রম দেবনাথ এবং অর্জুন দেবনাথের দুর্ধর্ষ বোলিংয়ে মিজোরাম ২৬ ওভার ১ বল খেলে মাত্র ৭৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে নুনফেলার ২১ রান সর্বাধিক ছিল। ত্রিপুরার বিক্রম দেবনাথ কুড়ি রানে পাঁচটি এবং অর্জুন দেবনাথ ১৪ রানে চারটি উইকেট তুলে নেয়। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ত্রিপুরার ছেলেরা সাত ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অর্কপ্রভ ২৬ রানে আউট হলেও সেন্টু সরকার ১৮ রানে এবং অধিনায়ক শ্রীদাম পাল ২৮ সালে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।

