নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ নেতাজি সুকল মাঠে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান উপভোগ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বিশিষ্টজনেরা৷ প্রধান মন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ঘিরে রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে৷ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে নেতাজি সুকল মাঠে আয়োজিত মন কি বাত অনুষ্ঠান উপভোগ করেন৷ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক শাখা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যবাসীর তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷
মুখ্যমন্ত্রী বলেন বর্তমান প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন৷ জি টুয়েন্টি বৈঠক সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বৈঠকে দেশের অবস্থানকে মজবুত করার নানা বিষয় তুলে ধরেছেন৷ প্রধানমন্ত্রীর প্রয়াসে পর্যটন ক্ষেত্রের রাস্তা আরো খুলে যাবে বলে তিনি উল্লেখ করেন৷ জি টুয়েন্টির মাধ্যমে দেশের কৃষ্টি সংসৃকতি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷ এই প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ ভারতের তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে অবগত হতে পারবে৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন আমাদের দেশে দেশ প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত হয়েছে৷ প্রধানমন্ত্রীর এই প্রয়াস ভবিষ্যতে দেশকে প্রযুক্তিগত দিক দিয়ে আরো উন্নততর পর্যায়ে পৌঁছে দেবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ এদিন মন কি বাত অনুষ্ঠান উপভোগ করতে নেতাজি সুকল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়৷
2022-11-27

