পশ্চিম মেদনীপুরে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার

পশ্চিম মেদনীপুর, ২৭ নভেম্বর (হি.স.) : রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার বিরুদ্ধে পোস্টার পড়ল। পোস্টার পড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পোস্টারগুলিতে লেখা ছিল, তৃণমূলের নেতারা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি দেওয়ার জন্য কাটমানি নেন। এছাড়াও পৌরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়ানোর কথাও বলা হয়েছে এসব পোস্টারে।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে, বিরোধীদের কোনো ইস্যু নেই। তাই বিরোধীদের পক্ষ থেকে এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সিপিএম নেতা গুরুপদ দত্ত দাবি করেছেন, আবাসন প্রকল্পের সুবিধা যাদের পাওয়া উচিত তারা এই প্রকল্পের সুবিধা পাননি এবং যাদের ইতিমধ্যে একটি দোতলা বাড়ি রয়েছে তাদের আবাসন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে।