বটতলা বাজারে শুরু হল গৌরাঙ্গ মহাপ্রভূর মহোৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷  রাজধানীর বটতলা বাজারে গঙ্গা আনয়ন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব৷ এবছর এই মহোৎসব ৪৬ তম বর্ষে পদার্পণ করেছে৷ আগামী ভোররাত থেকেই শুরু হবে হরিনাম সংকীর্তন৷ উৎসব পরিচালন কমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দের কাছে আবেদন জানানো হয়েছে উৎসবে সকলে শামিল হওয়ার জন্য৷ উৎসবকে কেন্দ্র করে নানা পরিকল্পনা গ্রহণ করেছে উৎসব পরিচালন কমিটি৷ উৎসব সর্বাঙ্গীন সুন্দরভাবে ও সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য উৎসব কমিটির পক্ষ থেকে বাজারের প্রতিটি ব্যবসায়ী সহ ক্রেতা-বিক্রেতা এবং ভক্ত প্রাণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে৷ রবিবার উৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *