কৈলাসহরেও মন কি বাত অনুষ্ঠান শুনলেন বিজেপি কর্মী সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷  রবিবার সারা রাজ্যের সাথে কৈলাশহরেও ঘরে ঘরে বিজেপির কার্যক্রম হিসেবে শহরের পাইতুর বাজার-স্থিত বিএমএস কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সোনার পর সভাপতি  সিদ্ধার্থ দত্ত এর নেতৃত্বে কার্যক্রম শুরু হয়৷ মঞ্চে উপস্থিত ছিলেন  ভিকি প্রসাদ (যুব মোর্চার রাজ্য সহ সভাপতি),  সিদ্ধার্থ দত্ত (কৈলাশহর মন্ডল সভাপতি),  অরুন সাহা (ঊনকোটি জেলা সম্পাদক),  অমৃত লাল ভট্টাচার্য,  বিধান দাস, বিলকিস জাহান প্রমূখ এরপর এক রেলি পাইতুর বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে  এক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়৷