ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। এবারকার বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় জাতীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দিল্লিতে। এর জন্য সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ ১৮ সদস্য বিশিষ্ট রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। নির্বাচিত খেলোয়াড়দের আগামী কাল সকাল দশটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজ্য দলকে নেতৃত্ব দেবে অন্বেষা দাস। সহ-দলনেত্রীর ভূমিকায় অনামিকা দাস। এছাড়া, অন্যান্য খেলোয়াড়রা হলো অস্মিতা নাথ, রূপালী দাস (উইকেট কিপার), দীপিকা পাল, জুয়েল ভাওয়াল, মমিতা দেব, রিফু দেববর্মা, পারমিতা চক্রবর্তী, বিজয়া ঘোষ, মিনতি বিশ্বাস, তানিয়া দেব, ভূমিকা নায়েক, রুমা দাস, নিবেদিতা দাস, শিল্পী দেবনাথ, পায়েল নমঃ ও অস্মিতা দাস। সাপোর্ট স্টাফ: টিম ম্যানেজার অনামিকা দেবনাথ, কোচ রমা দাস, কোচ নারায়ণ চন্দ্র দে, ফিজিওথেরাপিস্ট পাপিয়া দেবনাথ, ট্রেইনার বাপি বিশ্বাস।
2022-11-26

