সেইল ফুটবল একাডেমিতে ত্রিপুরা থেকে খেলোয়াড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। পুনরায় ত্রিপুরা থেকে ফুটবলার নিযুক্তির কাজ শুরু করতে যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ফুটবল একাডেমি। এবার ঝাড়খণ্ডের বোকারো সেইল ফুটবল একাডেমির জন্য। এ উপলক্ষে প্রিলিমিনারি সিলেকশন ট্রায়াল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬ ও ৭ ডিসেম্বর। ১-১-২০০৭ থেকে ৩১-১-২০১৮ এর মধ্যে যাদের জন্ম, ৬ ডিসেম্বর সকাল সাতটায় মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। গোলকিপারের ভূমিকায় খেলোয়াড়দের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং অন্যান্য পজিশনের ফুটবলারদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। দাঁতের হিসেব অনূর্ধ্ব ২৮টি থাকতে হবে। উপযুক্ত ফুটবলারদের এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ও বার্থ সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি পার্থ সারথি গুপ্ত অথবা সুশান্ত দেববর্মার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে ফোনে ৯৪৩৬১২৩১৬৯ অথবা ৮৭৮৭৬২৫১১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।