উত্তর ২৪ পরগণা, ২৬ নভেম্বর (হি. স.) : ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। সংসদীয় ব্যবস্থার প্রোটোকল জানি, বিরোধিতাও জানি। গণতান্ত্রিকভাবে হারিয়ে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব।’
ঠাকুরনগরে গিয়ে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবারও বিস্ফোরক মম্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় চা সৌজন্যের ঠিক পরের দিনই আক্রমণাত্মক হলেন বিরোধী দলনেতা। বিধানসভায় চা সৌজন্যের যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল শনিবার ঠিক তার বিপরীত ছবি ধরা দিল শুভেন্দুর বক্তব্যে। শুক্রবার বিরোধী দলনেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। সৌজন্য রক্ষা করে আমন্ত্রণে সাড়াও দিয়েছিলেন তিনি। সিএএ প্রসঙ্গে কী বার্তা দেন শুভেন্দু অধিকারী তার দিকে তাকিয়ে ছিল ওয়াকিবহাল মহল। একান্তে শান্তনু ঠাকুরের সঙ্গে একান্তে বৈঠক করার পরই মমতার বিরুদ্ধে আক্রমণাত্মক হলেন শুভেন্দুবাবু।