নিউমার্কেটে এলাকায় হকারদের অবস্থান খতিয়ে দেখলেন দেবাশীষ কুমার

কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) থিক থিক করছে হকার। ফুটপাত উপচে ডালা দখল করে নিয়েছে রাস্তার একটা বড় অংশ। প্রায় বিশ বাঁও জলে যান চলাচল ব্যবস্থা। সমস্যা সমাধানের লক্ষ্যে শনিবার নিউ মার্কেট অঞ্চলের এই অবস্থা দেখলেন কলকাতা পুরসভার কিছু কর্তাব্যক্তি।

পথ তুমি কার? এ প্রশ্ন নতুন নয়। নিউ মার্কেট অঞ্চলের এই অবস্থা আগেই হয়েছিল। সময়ের সাথে সাথে বেড়েছে। কারণ, নেপথ্যে মোটা টাকার লেনদেন। অভিযোগ, এই টাকার ভাগ ছড়িয়ে পড়ে পুলিশ-প্রশাসন-রাজনীতির বিভিন্ন স্তরে। সেই সঙ্গে ভোট। তাই পুরকর্তা এবং রাজনৈতিক দাদারা জেনেও না জানার ভান করেন। কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পরিষদ দেবাশীষ কুমার, পুর সচিব হরিহর প্রাসাদ মণ্ডল ও কমিটির কিছু সদস্য নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকদের নিয়ে এদিন নিউ মার্কেট জুড়ে হকারদের তৈরি সমস্যা নিয়ে সমীক্ষা করেন। কলকাতা পুর সংস্থার সামনে থেকে এস এস হগ মার্কেট পর্যন্ত পায়ে হেঁটে দেখেন করেন তাঁরা। সহ স্থানীয় নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

তিনি এদিন এক তৃতীয় অংশ ছেড়ে যেসব হকাররা বসে আছেন তাদের মধ্যে মাইকে প্রচার করে তাদেরকে সচেতন করা হয়। পুলিসের পক্ষ থেকে হকার দের প্লাস্টিক না ব্যবহার করার জন্য আবেদন জানানোর পাশাপাশি তাদের রাস্তা ছেড়ে বসার আর্জি জানানো হয়। দেবাশীষ কুমার জানান, পরিদর্শনের পর নিউ মার্কেট অঞ্চল সহ গড়িয়াহাট এবং হাতিবাগানের হকারদের নিয়ে রিপোর্ট পেশ করা হবে। তারপরেই টাউন ভেন্ডিং কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। নিউ মার্কেটে এলাকায় বেআইনি গাড়ি পার্কিংয়ের সমস্যার কথাও কবুল করেন দেবাশীষবাবু।