এ ডি নগর: ১০৪/১০ (৩৭ ওভার)
চাম্পামুরা: ১০৫/৫ (২৭.১ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চাম্পামুরা ফাইনালে। লীগের শেষ ম্যাচ অর্থাৎ নির্ণায়ক ম্যাচে সুইটি, দেবাদৃতাদের অরুন্ধতীনগর প্লে সেন্টারকে হেরে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। টিসিএ আয়োজিত সদর সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৭ নভেম্বর রবিবার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ খেলবে গ্রুপ বি চ্যাম্পিয়ন চাম্পামুরার বিরুদ্ধে। গ্রুপ লিগের শেষ ম্যাচ কার্যত সেমিফাইনাল ম্যাচে চাম্পামুরা ৫ উইকেটের ব্যবধানে অরুন্ধতীনগর প্লে সেন্টারকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। এর সুবাদে চাম্পামুরা ফাইনালে খেলার ছাড়পত্রও ছিনিয়ে নিয়েছে। এমবিবি স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অরুন্ধতীনগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেলেও ব্যাটিং সাফল্য পেতে ব্যর্থ হয়। চাম্পামুরার দলনেতৃ শিউলি চক্রবর্তীর দুর্ধর্ষ বোলিংয়ে অরুন্ধতীনগরের ব্যাটার্সরা তেমন রান পায়নি। ৩৭ ওভার খেলে অরুন্ধতীনগর সব কটি উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সুইটি সিনহার ২০ রান, দেবাদ্রিতা দেবের ২০ রান এবং অনামিকা দাসের ১৬ রান খানিকটা উল্লেখ করার মতো। শিউলি একাই ৬টি উইকেট তুলে নেয় ৩৪ রানের বিনিময়ে। রুম্পা সিংহ পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া ২৭ ওভার ১ বল খেলে পাঁচ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। শিউলি ৩২ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয়ী করার পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পায়। এছাড়া সুপ্রিয়া দাস ও ইন্দ্র রাণী জমাতিয়া দুজনেই ১৮ করে রান পেয়েছে। অরুন্ধতীনগরের হিরামনি গৌর ১২ রানে দুটি উইকেট পেয়েছে। ৫ উইকেটে জয়ী চাম্পামুরা ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।

