নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): রাজস্থানে কংগ্রেসের অভ্যন্তরে মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রায় নিজস্ব শক্তি প্রদর্শন করবে দল।
ভারত জোড়ো যাত্রা এখন মধ্যপ্রদেশে চলছে, এরপর গন্তব্য রাজস্থান। মরুরাজ্যে ভারত জোড়ো যাত্রার প্রস্তুতির জন্য আগামী ২৯ নভেম্বর জয়পুরে যাচ্ছেন বেনুগোপাল। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, রাজস্থানে অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে রয়েছে কংগ্রেস। কিন্তু, শুক্রবার সেই জল্পনা খারিজ করে দিয়েছেন প্রবীণ এই কংগ্রেস নেতা।