নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ কংগ্রেসের ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচিতে শাসক দলের দুর্বৃত্তদের অতর্কিত হামলার অভিযোগ৷ আহত হয় কংগ্রেস দলের বেশ কয়েকজন কর্মী৷ ঘটনা ১৮ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ণ এলাকায়৷ জানা যায়, শুক্রবার সকালে কংগ্রেসের এই পদযাত্রাটি শুরু হওয়ার পর একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় দুর্বৃত্তরা৷ কিন্তু মিছিলটি এগিয়ে গেলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছাতেই স্থানীয় মন্ডল সভাপতি মান্তু দেবনাথের নেতৃত্বে দুর্বৃত্তরা পদযাত্রার উপর হামলা করে বলে অভিযোগ৷ ভাঙচুর করা হয় কংগ্রেসের গাড়িটি৷ দুর্বৃত্তদের মারধরে আহত হয় শান্ত পাল নামে এক কংগ্রেস কর্মী সহ গাড়ি চালক৷ তাদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন প্রদেশ কংগ্রেসের ভারত জড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচিতে রাজ্য জুড়ে দুষৃকতী হামলায় আহত হয়েছেন একাধিক কর্মী৷ ভাঙ্গা হয় গাড়ি৷ মানুষের স্বার্থে কথা বলতে দিচ্ছে না শাসক দল৷ এরা ভীত সন্ত্রস্ত৷ তাই এই আক্রমণ চালাচ্ছে৷ অথচ পুলিশ মন্ত্রী কোন রাজনৈতিক আক্রমণ হচ্ছে না বলে প্রচার চালাচ্ছে৷ মিথ্যাবাদীর দল শাসক দল৷ ভদ্র লোকের মুখোশ পড়ে কেউ শয়তানী করলে মানুষ জবাব দেবে বলে হুশিয়ারী দেন তিনি৷ কংগ্রেস দল চুপ করে বসে থাকার পাত্র নয়৷ এর যোগ্য জবাব দেওয়া হবে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ এই ঘটনার জের ধরে পরে কংগ্রেস নেতারা আক্রান্ত কর্মীদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে যায়৷ এই ঘটনার প্রতীবাদ জানিয়ে নিরাপত্তা প্রদানের দাবী জানান৷ কংগ্রেস নেতা আশিস কুমার সাহা, প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেস নেতারা এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন৷ প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা বলেন রাজ্যে বিরোধীদের কোন কর্মসূচী করতে দিচ্ছে না শাসক দলের দুর্বৃত্তরা৷ তারা নিজেরাই গোষ্ঠীতে বিভক্ত হয়ে রয়েছে৷ সোনামুড়ায় দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা তারই প্রমাণ৷ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন কংগ্রেস নেতা আশিস কুমার সাহা৷
2022-11-25