সিউড়ি, ২৫ নভেম্বর (হি.স.) : দেরি করে ট্রেন আসা যেন নিত্য ব্যারাম। প্রতিদিনের মত শুক্রবারও ট্রেন দেরী করে আসতেই রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। এদিনও বীরভূমের মুরারই রেল স্টেশনে সাহেবগঞ্জ- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি দেরিতে স্টেশনে ঢুকতেই আটকে দেন তাঁরা। প্রায় ৪০ মিনিট ধরে চলে ট্রেন অবরোধ। দিনের ব্যস্ত সময়ে এমন অবরোধের জেরে আটকে পড়ে একের পর এক ট্রেন। ফলে এর জেরে ব্যাপকভাবে প্রভাবিত হল হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে শাখা ।
নির্ধারিত সময়ে কোনওদিনই পৌঁছতে পারে না ট্রেন । প্রতিদিন দেরীর কারনে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। যার জন্য অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ফলে ক্ষোভের বার্তা সঠিক জায়গায় পৌঁছতে চরমতম পদক্ষেপ নিলেন রেলযাত্রীরা। অন্যান্য দিনের মতো আজও ট্রেন দেরি করে আসায় লাইনে নেমে রেল অবরোধে সামিল হন তারা। বীরভূমের মুরারই রেল স্টেশনে সাহেবগঞ্জ- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি দেরিতে স্টেশনে ঢুকতেই আটকে দেন তাঁরা। প্রায় ৪০ মিনিট ধরে চলে ট্রেন অবরোধ। ওই শাখায় দিনের ব্যস্ত সময়ে এমন অবরোধের জেরে আটকে পড়ে একের পর এক ট্রেন। ব্যাপকভাবে পর্যদুস্ত হয় ওই শাখার রেল পরিষেবা। ফলে এর জেরে ব্যাপকভাবে প্রভাবিত হল হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে শাখা ।
পরে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় রেলের আধিকারিকরা এসে কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। তাদের আশ্বাসে যাত্রীরা শেষ পর্যন্ত এই অবরোধ তুলে নেন। কিন্তু, তার আগে প্রায় ৪০ মিনিট চলে এই ট্রেন অবরোধ। যার জেরে বিঘ্নিত হয় এই শাখার রেল পরিষেবা। দিনের ব্যস্ত সময়ে অবরোধের জেরে আটকে পড়ে বেশ কিছু ট্রেন। ভোগান্তিতে পড়েন ওই রুটে যাতায়াতকারী কয়েকশো যাত্রী।