ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। ক্রিকেট আম্পায়ারদের নিয়ে বৃহৎ আয়তনের এক বেসিক ক্যাম্পের আয়োজন করেছে টিসিএ। আগামী ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আগরতলা, শান্তিরবাজার এবং কৈলাশহরে এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স কাম এক্সামিনেশন- এর ব্যবস্থা করেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বিসিসিআই-এর তিনজন সিনিয়র আম্পায়ার এডুকেটর আনা হচ্ছে এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স-এ আলোচনার জন্য। তারা হলেন মুম্বাইয়ের মদন মোহন আর সিং, নাগপুরের ভূপিন্দর সিং ভাট্টি ও কলকাতার ফ্র্যান্সিস গোমস। বেসিক লেবেল আম্পায়ারিং কোর্স এর মাধ্যমে আম্পায়ারদের পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করা হবে এবং ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের রেজিস্ট্রিকৃত ১০১ জন আম্পায়ারের নাম প্রকাশ করা হয়েছে। তবে তাদের মধ্যে যারা অংশগ্রহণে ইচ্ছুক তাদের অবশ্যই টিসিএ-র আম্পায়ার্স কমিটির হোয়াটসঅ্যাপে গ্রুপে আগামীকাল বিকেল তিনটার মধ্যে সম্মতি জানানোর আহ্বান রাখা হয়েছে। টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ১০১ জন রেজিস্ট্রিকৃত আম্পায়ারের নামও ঘোষণা করেছেন।
2022-11-25