নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আগে সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় গুলির অনেক সমস্যা ছিল৷ রুলসের পরিবর্তন করে সেই সকল সমস্যার সমাধান করা হয়েছে৷ শুক্রবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বার্ষিক পুরুস্কার বিতরণী উৎসবে আলোচনা করতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷
শুক্রবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরুস্কার বিতরণী উৎসব-২০২২৷ প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে পূর্বে অনেক সমস্যা ছিল৷ সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে রুলসের পরিবর্তন করে সকল সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে৷ অনেকগুলি পরিবর্তন আনা হয়েছে৷ শিক্ষার গুনগত মান যেন উন্নত হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সহ অন্যান্যরা৷ এইদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ এইদিনে বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরণ করা হয়৷
2022-11-25

