নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): শ্রদ্ধা ওয়ালকার হত্যা মামলায় পলিগ্রাফ টেস্টের জন্য দিল্লির রোহিণীর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে আফতাব আমিন পুনাওয়ালাকে। বৃহস্পতিবার দুপুরে আফতাবকে নিয়ে রোহিণীর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে যান দিল্লি পুলিশের গোয়েন্দারা। এদিনই আফতাবের পলিগ্রাফ টেস্ট করা হতে পারে।
কালো ও সাদা কাপড়ে মুখ ঢাকা অবস্থায় এদিন দুপুরের দিকে রোহিণীর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় আফতাবকে। ল্যাবে নিয়ে যাওয়ার আগে এদিন মেডিকেল টেস্টের জন্য আম্বেদকর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিক আফতাবকে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সে ফিট হলেই পলিগ্রাফ টেস্ট করা হবে।

