লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : আগামীকাল শুক্রবার সকালে রাজধানীর বিজ্ঞান ভবনে লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকীর বছরব্যাপী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর নিরন্তর প্রয়াস ছিল ইতিহাসের পাতায় ভুলে থাকা নায়কদের যথাযথভাবে সম্মান জানানোর। এরই ধারাবাহিকতায় দেশ ২০২২ সালকে লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী হিসেবে উদযাপন করছে। এবছরের ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উদযাপনের উদ্বোধন করেছিলেন।
প্রসঙ্গত, লাচিত বরফুকন (১৬২২-১৬৭২) ছিলেন উত্তর-পূর্ব আহোম রাজ্যের বিখ্যাত জেনারেল যিনি মুঘলদের পরাজিত করেছিলেন এবং আওরঙ্গজেবের অধীনে মুঘলদের আগ্রাসন উচ্চাকাঙ্ক্ষাকে সফলভাবে থামিয়ে দিয়েছিলেন। লাচিত বারফুকান ১৬৭১ সালে সরাইঘাটের যুদ্ধে অসমীয়া সৈন্যদের অনুপ্রাণিত করেছিলেন এবং মুঘলদের কাছে একটি শোচনীয় ও অপমানজনক পরাজয় ঘটিয়েছিলেন।