বিজয় মার্চেন্টে প্রস্তুতি ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। বিজয় মার্চেন্ট ট্রফিকে সামনে রেখে ত্রিপুরা দলের প্রস্তুতি ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। খেলা ছিল সুরাটে স্থানীয় ক্রিকেট একাডেমীর সাথে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে ত্রিপুরা দল কিছুটা মনোবল বাড়াতে পেরেছে বলা চলে। প্রথম দিনে ত্রিপুরার প্রথম ইনিংসে সংগৃহীত ৩২৭ রানের জবাবে ক্যাপস ক্রিকেট একাডেমী আজ ২২৯ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে কাব্য শাহ’র ৭২ রান এবং কবীর গাজ্জারের ৫৭ রান উল্লেখ করার মতো। ত্রিপুরার শুভজিৎ দাস ২৪ রানে চারটি এবং সৌরদীপ দেববর্মা ১৮ রানে তিনটি উইকেট পেয়েছে। প্রথম ইনিংসে লিড নিয়ে ত্রিপুরার অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জয়জিতের ব্যাটে ২৪ এবং আয়ুশ দেবনাথ এর ব্যাটে অপরাজিত ২৭ রান উল্লেখ করার মতো। বলা বাহুল্য, সুরাটেই বিজয় মার্চেন্ট ট্রফি শুরু হবে ১ ডিসেম্বর থেকে।