ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। পি. আই পদে নিয়োগের জন্য ফিজিক্যাল ফিটনেস টেস্ট শুরু হচ্ছে ২৮ নভেম্বর থেকে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। তবে জেলাভিত্তিক প্রার্থীদের নির্দিষ্ট দিনে ফিজিক্যাল ফিটনেস টেস্টে উপস্থিত থাকতে হবে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর থেকে প্রকাশিত পি আই পদে চাকুরীর বিজ্ঞপ্তি মূলে যারা আবেদন করেছেন যোগ্য প্রার্থীদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট জেলা ভিত্তিক অনুষ্ঠিত হবে বলে দপ্তর সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যোগ্য আবেদনকারীদের কল লেটার আগামীকাল ও ২৫ নভেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে নিজ নিজ জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অফিস থেকে সংগ্রহ করে নিতে বলা হয়েছে। ফিজিক্যাল ফিটনেস টেস্টে অংশগ্রহণ করার জন্য কল লেটারে উল্লেখিত স্থান, তারিখ ও সময় অনুযায়ী অরিজিনাল কল লেটার সঙ্গে নিয়ে হাজির হতে হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্টে অংশগ্রহণকারীদের কোনরকম যাতায়াত ও রাহা খরচ দপ্তর বহন করবে না। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফিজিকাল ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর, উত্তর ত্রিপুরা জেলার সকল প্রার্থীরা বাধারঘাটে ত্রিপুরা স্পোর্টস স্কুল গ্রাউন্ডে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেবে। ধলাই জেলার সকল প্রার্থীরাও ২৮ নভেম্বরে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেবে রানীর বাজার বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। ২৯ নভেম্বর, ঊনকোটি জেলার সকল প্রার্থীরা ত্রিপুরা স্পোর্টস স্কুল গ্রাউন্ডে এবং খোয়াই জেলার সকল প্রার্থীরা রানির বাজার বিদ্যামন্দির গ্রাউন্ডে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেবে। একইভাবে ৩০ নভেম্বর সিপাহীজলা জেলার সকল প্রার্থীরা ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে এবং গোমতী জেলার সকল প্রার্থীরা রানির বাজার বিদ্যামন্দির মাঠে ফিজিক্যাল টেস্ট দেবে। পশ্চিম ত্রিপুরা জেলার পুরুষ প্রার্থীরা ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেবে ১লা ডিসেম্বর, স্পোর্টস স্কুল গ্রাউন্ডে। দক্ষিণ ত্রিপুরা জেলার সকল প্রার্থীরাও ফিজিক্যাল টেস্ট দেবে ১লা ডিসেম্বর রানীর বাজার বিদ্যামন্দির গ্রাউন্ডে। পশ্চিম ত্রিপুরা জেলার মহিলা প্রার্থীরা ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেবে ২রা ডিসেম্বর ত্রিপুরা স্পোর্টস স্কুল গ্রাউন্ডে।
2022-11-23