নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): লোকসভার স্পিকার ওম বিড়লাকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার হিসেবে ওম বিড়লার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী একটি টুইট বার্তায় জানিয়েছেন, ভারতের সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করার ক্ষেত্রে ওম বিড়লার প্রচেষ্টা প্রশংসনীয়।
২৩ নভেম্বর দিনটি লোকসভার স্পিকার ওম বিড়লার জন্মদিন। বুধবার সকালে টুইট করে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, লোকসভার স্পিকার ওম বিড়লাজিকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের সংসদীয় গণতন্ত্রকে মজবুত করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়। নিজের সমৃদ্ধ বুদ্ধি এবং সাংবিধানিক জ্ঞানের জন্যও তিনি প্রশংসিত। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।

