ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। প্রতিবারের মতো এবারও। ভালো খেলার পাশাপাশি মাঠে শৃঙ্খলা বজায় রাখার উপরই বেশী জোর দিতে চাইছে এগিয়ে চলো সঙ্ঘ। তাই ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের কড়া সতর্ক বার্তা এগিয়ে চলো কর্তাদের, মাঠে কোনও ভাবেই যেনো শৃঙ্খলা ভঙ্গ না হয়। এবছরও খেতাব জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেলারমাঠের ওই দলটি। সেই লক্ষ্যে ২৫ লাখ টাকা বাজেটের বড় দল গড়া হয়েছে। আজ এম এল প্লাজা রাখাল শিল্ডের প্রথম সেমিফাইনালে এগিয়ে চলো সঙ্ঘ খেলবে লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এবছর গেলোবারের শিল্ড জয়ী দলকে নেতৃত্ব দেবেন কাগলি অনল। ক্লাবের অফিসবাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সচিব সুমন্ত গুপ্ত বলেন,”খেলায় জয়-পরাজয় আছেই। তাই বলে অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোষ করবো না আমরা। যে দল গড়া হয়েছে আশাকরি ছেলেরা হতাশ করবে না।” ফুটবলের পাশাপাশি বর্ষব্যাপী সামাজিক অনুষ্ঠান করে চলছে ওই ক্লাব। ২৪ ডিসেম্বর থেকে ক্লাবের উদ্যোগে শুরু হবে ৩৪ তম শিশুমেলা। এবছর আরও বড় করে শিশুমেলা করার পরিকল্পনা রয়েছে ক্লাবের। এছাড়া রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত মহিলা ক্রিকেটেও অংশ নিচ্ছে ওই ক্লাব। শেষে ক্লাব সচিব ক্রীড়াপ্রেমী মানুষের কাছে অনুরোধ করেন,”মাঠে আসুন, খেলা দেখুন, ফুটবলারদের উৎসাহ দিন এবং উপভোগ করুন”। দলের কোচ সুজিত হালদারও মরশুমে ভালো খেলা নিয়ে আশাবাদী। অ্যাস্টোটার্ফে খেলা কিছুটা অসুবিধে হলেও দলের প্রতিভাবান ফুটবলাররা মানিয়ে নেবে দ্রুত মনে করছেন কোচ। সাংবাদিক সম্মলেন অধিনায়কের হাতে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়। জার্সি স্পনসর করেছেন হিরো দ্বীপের কর্মধার দ্বীপ দেবনাথ। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি চঞ্চল নন্দী,ফুটবল দল গঠনের কর্ণধার দীপক বনিস, মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা অন্নপূর্ণা দাস প্রমুখ। শেষে ক্লাব সচিব সুমন্ত গুপ্ত বলেন, দ্বিমুকুট জয় কাই আমাদের লক্ষ্য। দলের ফুটবলাররা: আসিফ আলি মোল্লা, দ্বীপ সামন্ত, জয়ানন্দ সিং, বিশাল লামা,কাগলি অনল (অধিনায়ক), মোস্তাফা, অ্যারিস্টাইড, বীরনারায়ন জমাতিয়া,স্টিফেন পল ডার্লং,কর্ণ কলই, অরণ্য কলই,প্রীতম সরকার, পারভেজ ভঁুইয়া,কৌতাল জমাতিয়া, অপজিৎ ত্রিপুরা, রাসেল হুসেন, বুদ্ধ দেববর্মা, নাইসা জমাতিয়া এবং বালক সাধন জমাতিয়া।
2022-11-23

