দিল্লিতে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে খুন, অভিযুক্ত ”খুনি” গ্রেফতার

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল একই পরিবারের ৪ জন সদস্যকে। দুই বোন, তাঁদের বাবা ও ঠাকুমাকে নিজেদের বাড়িতেই কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে ঘুমের মধ্যেই ৪ জনকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যকে। এই ঘটনায় মূল অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে মাদকাসক্ত বলে মনে হচ্ছে। ওই যুবক নিজের দুই বোন, বাবা ও ঠাকুমাকে কুপিয়ে খুন করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।