প্যালেস কম্পাউন্ডে স্মার্ট সিটির কাজ খতিয়ে দেখলেন নিগমের কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷  বুধবার ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নাম্বার বুথ প্যালেস কম্পাউন্ডে স্মার্ট সিটি প্রকল্পের কাজের বিষয়টি খতিয়ে দেখেন  পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷
আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে রয়েছে উজ্জয়ন্ত প্রসাদের চতুর্দিকের সৌন্দর্যায়ন৷ প্রসাদের সামনের ও পেছনের অংশে এই সৌন্দর্যায়নের কাজ চলছে৷  এই প্রকল্পের মাধ্যমে উত্তর গেইট থেকে রাজবারী আসার রাস্তার পাশে থাকা স্থাপত্য গুলিকে সাজিয়ে তোলা হচ্ছে৷ ভূমি ও আলেখ্য দপ্তরে একটি অংশে একটি ফুড কোর্ট নির্মাণ করা হচ্ছে৷ এই কাজ শেষ হলে বহু পর্যটক আসবেন৷ তাদের কথা মাথায় রেখে টাউন হলের পেছনের অংশে থাকা পুর নিগমের জায়গায় একটি পার্কিং স্ট্যান্ড করার পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ বুধবার ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নাম্বার বুথ প্যালেস কম্পাউন্ডে স্মার্ট সিটি প্রকল্পের কাজের বিষয়টি খতিয়ে দেখে একথা জানান পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷ উজ্জয়ন্ত প্রসাদের সামনের বাগান গুলিকে সংস্কার করে সাজিয়ে তোলা হবে৷ মাঝে লাগানো হবে ফোয়ারা৷ তবে টাউন হলের পেছনের অংশে থাকা পুর নিগমের জায়গা নিয়ে কিছু সমস্যা হয়৷ এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়েছে৷ সকলের সম্মতি নিয়েই কাজ শুরু করা হবে বলে জানান  পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷ এদিন সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য হিমানী দেববর্মা, স্মার্ট সিটি প্রকল্পের প্রকৌশলী সহ অন্যান্য আধিকারিকেরা৷