নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ফটিকরায় বিধানসভা এলাকায় কংগ্রেসের শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করলেন ব্লক কংগ্রেস নেতৃবৃন্দ৷ ফটিকরায় ব্লক কংগ্রেসের অফিসে কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শ্যামল কান্তি ভট্টাচার্য, নীলকান্ত বিশ্বাস সহ অন্যান্যরা৷ সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা শ্যামল কান্তি ভট্টাচার্য বর্তমান শাসক দল বিজেপির বিভিন্ন কাজকর্মের কড়া সমালোচনা করেন৷ পাশাপাশি সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ করে বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নারী নির্যাতন, খুন,সন্ত্রাস, সাংবাদিক আক্রান্তের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তিনি আরো বলেন, ২০২৩ নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল এইসব বিষয়গুলো নিয়ে সরব হবে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলকে উপযুক্ত জবাব দিতে সকল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ ফটিকরায় বিধানসভা সহ পার্শবর্তী এলাকাগুলিতেও কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন৷
2022-11-23

