ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের অভিনন্দন জানিয়েছেন এগিয়ে চলো সঙ্ঘের কর্তারা। বর্তমান কমিটি দাযিত্বভার নেওয়ার পরই এগিয়ে চলো সঙ্ঘকে অনূর্ধ্ব-১৩ এবং ১৫ আসরে খেলার অনুমতি দেয়। বুধবার ক্লাবের অফিসবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে সচিব সুমন্ত গুপ্ত বলেন,”রাজ্য ক্রিকেট সংস্থার ওই সিদ্ধান্তে আমরা সম্মানিত, আপ্লুত এবং গর্বিত। ত্রিপুরার ক্রিকেটের উন্নতির লক্ষ্যে আমাদের প্রয়াস ধারাবাহিক থাকবে। “ এগিয়ে চলোর কর্তারা বিশ্বাস করেন,”ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জয়যাত্রা আগামীদিনেও অব্যহত থাকবে। ওই সংস্থার কর্তারা তঁাদের দুরদৃষ্টি সম্পন্ন সব সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর রূপ দেওয়ার মাধ্যমে সারা রাজ্যে ক্রিকেট প্রেমীদের সমীহ আদায় করতে সমর্থ হবে।”
2022-11-23

