কলকাতা, ২৩ নভেম্বর (হি. স.) : রাজ্য জুড়ে জেলা সফর শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাঁর আগামী সফর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন। বিধানসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে বুধবারই সুন্দরবন সফরের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এই সফরেই পৃথক জেলা হিসেবে ঘোষিত হতে পারে সুন্দরবন। সুন্দরবন রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯টি ব্লক নিয়ে। এর মধ্যে ১৩টি ব্লক পড়ে দক্ষিণ ২৪ পরগনায়। ৬টি ব্লক পড়ে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে হবে সুন্দরবন জেলা। আর উত্তর ২৪ পরগনার ৬টি ব্লক নিয়ে হবে বসিরহাট জেলা।
আগামী মঙ্গলবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বৃক্ষপুজোও করবেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, বৃক্ষরোপণে জোর দিতে হবে আরও। বিধানসভায় তাঁর দাবি, বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করেছে সুন্দরবন। এলাকার একাধিক বাঁধের অবস্থা বেহাল। সাময়িক ভাবে ওই সমস্ত বাঁধ মেরামত করা হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। তিনি বলেন, স্থায়ী সমাধানের জন্য চাই মাস্টারপ্ল্যান। তা ইতিমধ্যেই জমা করা হয়েছে নীতি আয়োগে। জানা গিয়েছে, ওই সফরকালীন সময়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

