ঋষ্যমুখে বিজেপির জনসম্পর্ক অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৩ নভেম্বর৷৷ বুধবার ৩৭ ঋষ্যমুখ বিজেপি মন্ডলের হরিপুর শক্তি কেন্দ্রের দাসপাড়ায় জনসম্পর্ক কার্যক্রম সংঘটিত হয়৷
এই জনসম্পর্ক কার্যক্রমে অংশগ্রহণ করেন এসটি মোর্চা প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা, ঋষ্যমুখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক, এ সি মোর্চা মণ্ডল সভাপতি মিলন দাস, জেলা সম্পাদক বিপ্লব দাস সহ অন্য নেতৃত্ব ও কার্যকরতা গন৷ তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষ যারা কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক বিভিন্নভাবে সুবিধা লাভ করেছেন তাদের সঙ্গে বিজেপি নেতৃত্ব মতবিনিময় করেছেন৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঋষ্যমুখ মন্ডল ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ রূপে শুরু করে দিয়েছে৷ ইতি মধ্যে কেন্দ্রীয় ও প্রদেশ নেতৃত্বের দৌড় ঝাঁপ অনেক গুণ বেড়ে গেছে৷
 বিরোধী  দলের  এলাকায় কোনো কর্ম সূচি নেই৷ কোন দলেরই নেতা কর্মী বা তাদের কোন পতাকা পেস্টুন ঋষ্যমুখে চোখে পড়ে না এখন৷একপ্রকার প্রায় খালি মাঠে বলতে গেলে  ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত বিভিন্ন শক্তি কেন্দ্রের উদ্যোগে জনসভা ও যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে! প্রতিটি যোগদান সভায় বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করছে৷