শীল্ড ফুটবলের ১ম সেমিফাইনালে বৃহস্পতিবার এগিয়ে চলো – লালবাহাদুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। প্রথম সেমিফাইনাল আগামীকাল। রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার। ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করতে আজ শক্তিশালী এগিয়ে চলো সঙ্ঘে খেলবে লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিযামে আগামীকাল দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে সুজিৎ হালদারের এগিয়ে চলো সঙ্ঘ। বিদেশী ফুটবলার সমৃদ্ধ এগিয়ে চলো ধারে এবং ভারে লালবাহাদুর থেকে অনেকটাই এগিয়ে মনে করছেন ফুটবলপ্রেমীরা। অন্তত লালবাহাদুরের প্রথম ম্যাচ দেখে এমনই মনে করছেন ফুটবলপ্রেমীরা। দক্ষতা চূড়ান্ত সীমায় না থাকলেও খোকন সাহা-‌র ফুটবলারদের গতি রয়েছে। এখানেই কিছুটা টেক্কা দিতে পারে এগিয়ে চলোকে। তবে যেভাবে জুয়েলসের ফুটবলাররা লালবাহাদুরের রক্ষণভাগ ভেঙ্গেছিলো আজ বিদেশী ফুটবলার মোস্তফা এবং অ্যারিস্টাইট কী করে তাই দেখার রয়েছে। জয় নিয়ে আশাবাদী দুই শিবিরই।  অনেকেই মনে করছেন, সীমিত শক্তি নিয়ে রক্ষণভাগ সামনে কাউন্টার অ্যাটাকের উপরই নির্ভর করে খেলা উচিৎ লালবাহাদুরের। যদি তাই হয়, তাহলে খোকন সাহা দল সাজাবে ৫-‌৪-‌১ ছকে। তবে সুজিৎ হালদার তঁার অস্ত্রদের শুরু থেকেই বিপক্ষের উপর ঝঁাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে ক্লাব সূত্রে। এদিকে সেমিফাইনাল ম্যাচ সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রস্তুত রাজ্য ফুটবল সংস্থাও। অরুনাচল প্রদেশ থেকে এসে পড়েছেন দুই জন রেফারি। আজ বঁাশি হাতে দেখা যাবে বিনরাজ্যের রেফারিদের।