ডিমা হাসাও জেলায় লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি

হাফলং (অসম), ২২ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায়ও শুরু হয়েছে সপ্তাহব্যাপী লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি।

আজ মঙ্গলবার ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় হাফলঙে জেলাশাসক কার্যলয় থেকে এক বৰ্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা শহর পরিক্রমা করে এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। জেলাশাসকের কার্যালয় থেকে এই শোভাযাত্রার ফ্ল্যাগঅফ করেন জেলাশাসক নাজরিন আহমেদ।

শোভাযাত্রার পর এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর শিল্পীরা নিজেদের পরম্পরাগত লোকনৃত্য পরিবেশন করেন। পাশাপাশি বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। তার পর এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *