ভাঙর, ২২ নভেম্বর (হি. স.) : দক্ষিন ২৪ পরগনার ভাঙরের মধ্য ঘটকপুকুরে ভাঙড়ের বর্ষীয়ান তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ। অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহত তৃণমূল নেতা আইনাল মোল্লা গুরুতর আহত অবস্থায় বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে আইনাল মোল্লা দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়ে মধ্য ঘটকপুকুরে গেলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। পরে রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। অপরাধীদের শাস্তির দাবি জানান তিনি। ঘটনার প্রতিবাদ হানিয়ে মঙ্গলবার বিকালে ঘটকপুকুর এলাকায় ধিক্কার মিছিল করবে এলাকার তৃণমূল নেতৃত্ব।

